চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ, কর্মবিরতির ডাক তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের
বেস্ট কলকাতা নিউজ : চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগকে সামনে রেখে এবার কর্মবিরতির ডাক দিলেন তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তাঁদের দাবি, যতক্ষণ না দুষ্কৃতীরা গ্রেফতার হচ্ছে, ততক্ষণ চলবে এই কর্মবিরতি। অভিযোগ, বুধবার রাতে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধর করা হয়। এই ঘটনায় একজন সার্জেনকে আইসিইউতে ভর্তি পর্যন্ত করাতে হয়। তারই প্রতিবাদে এই কর্মবিরতির ডাক চিকিৎসকদের।
অভিযোগ, রাত তখন ১টা ৪০। প্রায় ৬০-৭০ জন এসে হাসপাতালে চড়াও হন। বেধড়ক মারতে শুরু করেন চিকিৎসক সুদীপ পালকে। চণ্ডীপুর থানার সিভিক ভলান্টিয়ার বুদ্ধদেব গুছাইত এই হাসপাতালে কর্মরত। তিনি বলেন, “আমি সামনেই শুয়েই ছিলাম। ডাক্তারবাবু ঢুকতেই দেখি কয়েকজন ধেয়ে এল। ডাক্তারবাবু বাইকটা দাঁড় করাতে পারেনি, তার আগেই আক্রমণ করেছে। কিল ঘুষি মারতে থাকে স্যরকে। বাঁশ দিয়ে পর্যন্ত মেরেছে। আমি ছুটে আসি। আমাকেও মারে। আমার পায়ে লেগেছে। সায়ন চক্রবর্তী নামে আরেকজন ডাক্তার ছুটে আসেন। তিনি কিছু করতে পারেননি। নিমতৌড়ির এক রোগী মারা যাওয়ার পর তাঁর বাড়ির লোকজন এসব করেছে।”
চিকিৎসক সায়ন চক্রবর্তী বলেন, “একজন মৃত রোগী হাসপাতালে এনে বলছে বাঁচিয়ে তুলুন। না হলে মেরে ফেলবে। সুদীপ পালকে হস্টেলচত্বর থেকে টেনে হিঁচড়ে এনে মারধর করেছে। ওনাকে বাঁচাতে গেলে বলছে একেও মারো। একজন সিকিউরিটি দাদা ছিলেন তাঁকেও মেরেছে। মৃত মানুষকে বাঁচিয়ে তুলব এমন ওষুধ তো আবিষ্কার হয়নি। প্রিন্সিপাল ও এমএসভিপিকে জানিয়েছি। থানায় এফআইআর করেছি।”