ছুটি নিয়ে চরম বিতর্কের জেরে মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরেই সাসপেন্ড হল শিক্ষাবিভাগের চিফ ম্যানেজার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রীর ক্ষোভের খাঁড়া পড়ল ধাড়ার ঘাড়়ে। গতকালই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্কে চক্রান্তের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষোভ প্রকাশের ঘণ্টা খানেকের মধ্যেই সাসপেন্ড হলেন শিক্ষাবিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শংকর ধাড়া।বৃহস্পতিবার বিকালে ছুটি বিতর্কে সিদ্ধার্থশঙ্করের জমা দেওয়া শোকজের উত্তরের ভিত্তিতেই তাঁর হাতে নিলম্বন চিঠি ধরালেন কলকাতা পৌরসভার কমিশনার ধবল জৈন।সম্প্রতি, কলকাতা পুরসভার স্কুলগুলিতে বিশ্বকর্মার পুজোর ছুটি বাতিল করে ইদের ছুটি দু’দিন করা হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তারপর থেকেই সূত্রপাত বিতর্কের। তিনি দাবি করেন, পুরসভার শিক্ষাদফতরের বিজ্ঞপ্তিতে আঘাত পেয়েছেন সনাতনীরা।

বিজেপি নেতার অভিযোগের পরেই ছুটি বিতর্কে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে শোকজ পাঠানো হয় পুরসভা তরফে। জানা যায়, পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ বা পুরসভার পুর কমিশনার, কারওর সঙ্গে আলোচনা না করেই এই ছুটি বিজ্ঞপ্তি জারি করেন তিনি। আর তারপরেই চড়ে বিতর্ক। বৃহস্পতিবার, সেই প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রীও। তারপরই ধাড়ার গলায় পড়ল খাঁড়া। সাসপেন্ড হলেন সিদ্ধার্থ।

এদিন আবার এই বিতর্ককাণ্ড থেকে শিক্ষা নিয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভা। সমস্ত কন্ট্রোলিং অফিসারের জন্য বিজ্ঞপ্তি জারি করে পুর কমিশনার ধবল জৈন জানালেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন অনিবার্য। যদি কোনও আধিকারিক তা অবজ্ঞা করেন, তবে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করার হুশিয়ারিও দিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *