জলপাইগুড়িতে বিক্রি হচ্ছে লোসুগার পটেটো, অভিযোগ পেয়ে হাজির হল টাস্ক ফোর্স
জলপাইগুড়ি : জলপাইগুড়িতে বিক্রি হচ্ছে লো সুগার পটেটো, হাজির টাস্ক ফোর্স। জলপাইগুড়ির বিভিন্ন দোকান ঘুরে বেড়ায়, এবং আলু পরীক্ষা করে। এদিন টাস্ক ফোর্স আসার খবর পেয়ে আলু ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান। তারা জানিয়েছেন তাদের কিছু করার ছিল না, কিছু ব্যবসায়ীক স্বার্থ থাকে সেই কারণে বিক্রি করতে হয় এই ধরনের আলু। জলপাইগুড়িতে আলুর দাম না কমায় ক্ষুদ্ধ শহরবাসীরাও। তারা জানিয়েছেন সরকারে নিষেধাজ্ঞা আছে তবুও কেন এত বেশি দামে আলু বিক্রি হচ্ছে তাদের জানা নেই। গত কয়েক মাসে জলপাইগুড়ি তে আলুর দাম বেড়েছে অনেকটাই। অথচ তা দেখবার সময় নেই টাস্ক ফোর্স এর।
এদিকে সরকার নিজে উদ্যোগ নিয়ে আলুর দাম কমানোর চেষ্টা করছে। জলপাইগুড়িতে এখন আলো বিক্রি হচ্ছে ৩৮। টাকা করে। আর সরকারের আলু ২৮ টাকা। তাই মানুষের জিজ্ঞাসা কতদিন ধরে বেড়ে থাকবে আলুর দাম? মাছ, মাংস এবং ডিম ছাড়াও সবজির দাম আকাশ ছোঁয়া।। এর মধ্যে মানুষ ভরসা করেন আলুকেই, সেই আলুর দাম নাগালের বাইরে চলে যাওয়ায় হতাশ এবং নিরাশ সাধারন মানুষও ।