জলপাইগুড়ির দেবনগরে রেশনে সিদ্ধ চালের বদলে মিলছে আতপ চাল, চরম ক্ষিপ্ত এলাকার স্থানীয় বাসিন্দারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : জলপাইগুড়ির দেব নগরে রেশনের সিদ্ধ চালের বদলে দেওয়া হচ্ছে আতপ চাল। এই অভিযোগে এলাকার বাসিন্দারা রেশন দোকানের চাল এবং আটা আটকে রাখেন। এলাকার বাসিন্দারা জানান রেশন ডিলার নিজেই চাল বদল করেন। আটা কম দেন , তারা আরো জানান দিনের পর দিন এই কাজ করে আসছিল ওই মহিলা রেশনে ডিলার। সবকিছু তারা চোখের সামনে দেখেও কিছু বলতে চান নি। অবশেষে আর থাকতে না পেরে এদিন তারা ওই রেশন ডিলারকে চাল এবং আটা সমেত আটকে রাখেন।এমনকি তারা এও জানান বারবার বলা হলেও তিনি কিছুই করেননি। বরং উল্টে তাদের জানিয়েছেন এই অবস্থার জন্য তিনি দায়ী নন। রেশনে যা দেওয়া হচ্ছে তিনি তাই দিচ্ছেন, তবে এলাকার মানুষ খোঁজখবর নিয়ে দেখেছেন রেশন ডিলার সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। অবশেষে ক্ষুব্ধ হয়ে তারা এদিন জিনিসপত্র সমেত রেশন ডিলারকে আটকে রাখেন । এমনকি ছুটে আসেন এলাকার স্থানীয় কাউন্সিলরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *