জলপাইগুড়িতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো এক মহিলা পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : আইনশৃঙ্খলার পাশাপাশি মানবিকতার ক্ষেত্রেও উজ্জ্বল দৃষ্টান্ত গড়ল জলপাইগুড়ি পুলিশ। রবিবার সকালে জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয়ে এসএলএসটি (SLST) পরীক্ষার দিনে এক বিশেষ ছবির সাক্ষী থাকল জয়ন্তী পাড়াএলাকা।ভাঙা পায়ের যন্ত্রণায় কষ্টে ভুগছিলেন নিউ সার্কুলার রোডের বাসিন্দা পরীক্ষার্থী সুতপা রায়। পরীক্ষার দিন নিজে থেকে নির্ধারিত ক্লাসরুমে যেতে না পেরে চরম হতাশ হয়ে পড়েন তিনি। তখনই কর্তব্যরত অবস্থায় এগিয়ে আসেন কোতোয়ালি থানার লেডি কনস্টেবল রিতা রায়। দ্বিধা না করে পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তাঁকে নিজের পিঠে তুলে পরীক্ষার কক্ষে পৌঁছে দেন তিনি । পরীক্ষা শেষে আবার পিঠে করে স্কুল গেট পর্যন্ত এনে টোটোতে তুলতেও সাহায্য করেন ।এদিকে এই মানবিক উদ্যোগে পরীক্ষার্থী, অভিভাবক, এলাকার মানুষ এবং আত্মীয় স্বজন সকলে প্রশংসায় পঞ্চমুখ, তারা জানান আজকের যুগে এই ধরনের উদ্যোগ নেওয়া একটা আলাদা দৃষ্টান্ত। সত্যি সত্যি এই ধরনের মানুষ দের জন্যই এই পৃথিবী এখনো ঠিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *