জাতীয় যুব দিবস উপলক্ষ্যে হাসপাতালে রোগীদের মধ্যে ফল-ফল বিতরণ করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : জাতীয় যুব দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি টাউন -২ (A এবং B) তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচির আয়োজন করা হলো। এদিন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান সঞ্জয় তীব্রোয়াল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন।গৌতম দেব এদিন জানান মানুষের জন্য স্বামী বিবেকানন্দ নিজের পুরো জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন । তিনি বলেছিলেন জীব সেবাই শিব সেবা। তাই আজকে এত সুন্দর একটি দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিন, হাসপাতালের রোগীদের মধ্য ফল বিতরণ করে আজকে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলাম। বিবেকানন্দের কথা এবং বাণী আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজকের পৃথিবীতে স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের প্রচন্ডভাবে প্রয়োজন। তাই আমাদের এই দিনটার মধ্য দিয়ে এই যুগ পুরুষকে স্মরণ করে নেওয়া উচিত ।

হাসপাতালে সাধারণ রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করে দিনটিকে স্মরণ করে রাখার একটা অসাধারণ দিন আমাদের কাজ এবং আমাদের দায়িত্ব সবকিছুকে নিয়ে চলা। প্রতিটা রোগের জীবনের কথা মানুষ জানতে এবং বুঝতে পারে। তাই মানুষের কাজ মানুষকেই করতে হবে। জানালেন মেয়র গৌতম দেব।

