জাল নথি তৈরি হচ্ছিল মুর্শিদাবাদে বসেই , ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের তিন পান্ডা গ্রেপ্তার হল সুতি থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভুয়ো নথি ব্যবহার করে কলকাতা এবং আশেপাশের এলাকা থেকে পাসপোর্ট তৈরির চক্রের একাধিক পান্ডা যখন গ্রেপ্তার হচ্ছে, ঠিক সেই সময়ই মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় বসে জাল আধার কার্ড তৈরির অভিযোগে ভোররাতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিন ব্যক্তি।এদিকে ভোররাতে সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, নুরপুর এলাকায় একটি দোকানে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ইসমাইল শেখ, আকবর আলি এবং মনোজ কুমার মণ্ডল নামে তিন ব্যক্তিকে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত তিন ব্যক্তি জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কীভাবে জাল আধার কার্ড তৈরি করা হতো, তা খতিয়ে দেখা হয়।

পুলিশের এক আধিকারিক আরও জানান, ধৃত তিন যুবক সম্প্রতি নুরপুর এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে জাল আধার কার্ড তৈরির ব্যবসা ফেঁদে বসেছিলেন। ওই তিন ব্যক্তির আধার কার্ড তৈরির কোনও লাইসেন্স না থাকলেও, অন্য একজনের কাছ থেকে বিপুল টাকার বিনিময়ে তাঁরা আধার কার্ড তৈরির আইডি এবং পাসওয়ার্ড ‘ভাড়া’ নিয়েছিলেন। পুলিশের ওই আধিকারিক ধৃত ব্যক্তিদের ‘মোডাস অপারেন্ডি’ জানাতে গিয়ে বলেন, ‘আধার কার্ড তৈরির জন্য যতবার সিস্টেমে লগ ইন করতে হবে, আইডি এবং পাসওয়ার্ড যাঁর নামে রয়েছে তাঁকে ততবারই স্ক্যানারে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সেই কারণে ধৃত ব্যক্তিরা ‘সিন্থেটিক ল্যাটেক্স’ ব্যবহার করে এমন এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট জাল করেছিলেন যাঁর নামে সরকারিভাবে আধার কার্ড তৈরির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। ওই জাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তাঁরা বারবার আধারের সিস্টেমে লগ ইন করতেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *