জেলবন্দি থাকা অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হল মাকে খুনের অভিযোগে ধৃত কৃষ্ণ দাসের
নিজস্ব সংবাদদাতা: ছয় মাস আগে মাকে খুন করে জেলে গিয়েছিল কৃষ্ণ দাস। ছমাস পরে তারই অস্বাভাবিক মৃত্যু হলো জেলে বন্দি থাকা অবস্থায়। জেলের মধ্যেই এদিন তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান জেলের অন্যান্য কয়েদিরা। তখনই তারা জেলের আধিকারিকদের খবর দেন । তারা এসে সাথে সাথে হাসপাতালে নিয়ে যান। সেখানেই কৃষ্ণ দাস কে মৃত বলে ঘোষণা করেন ডাক্তারেরা। কি কারনে তার মৃত্যু হল ময়নাতদন্তের রিপোর্টের পরে তা জানতে পারা যাবে, বলে জানান ডাক্তারেরা। এদিকে কৃষ্ণ দাসের মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছে তার দিদি এবং তার ভাই। দুজনেই জানিয়েছে ঠিকমত চিকিৎসার না হওয়ার কারণে মৃত্যু হল কৃষ্ণ দাসের । তার মৃত্যুর জন্য জেল কর্তৃপক্ষই সম্পূর্ণ ভাবে দায়ী বলেও অভিযোগ তুলেছেন তারা। তারা আরও জানান তার ভাই সম্পূর্ণ নির্দোষ ছিল, তাকে জোর করে ফাঁসানো হয়েছে। এই ঘটনার ও তদন্ত দাবি করেন তারা।
