জেলা সভাপতি পাপিয়া ঘোষ মন্দিরে মা কালীর কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন দিদির সুরক্ষা কবচের প্রচারকার্যের প্রথম কর্মসূচিতে
বেস্ট কলকাতা নিউজ : দিদির সুরক্ষা কবচে শিলিগুড়ির একটি গ্রামে প্রচারকার্যের প্রথম কর্মসূচিতে মন্দিরে মা কালীর কাছেআশীর্বাদ প্রার্থনা করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।আজকে এই প্রচারকার্যের প্রারম্ভে, দলের আচার-সংস্কৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে হাটখোলা কালী মন্দির পরিদর্শন করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
তিনি জানালেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা শহর বাংলার রীতি-নীতি, সংস্কৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে এইরকম একটি কর্মসূচি দিয়ে গোটা প্রচারকার্য শুরু করছি। মায়ের কাছে আর্শীবাদ প্রার্থনা করে মাকে জানালাম দিদির সুরক্ষা কবচের যে দায়িত্ব আমরা পেয়েছি সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ নিজেদের কর্মীদের নিয়ে গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে তাদের সুবিধা এবং অসুবিধার কথা জিঞ্জাসা করেন। জেলা সভাপতি জানান আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অত্যন্ত মানবিক।তাই তিনি মানুষকে এক করতে এগিয়ে এসেছেন।অনেকেই এই প্রকল্পের সবকিছু বুঝতে পারছেন না আমরা সেই সব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করছি।যাতে তারা সহজেই এই প্রকল্পের সুবিধা পেতে পারে। এদিন জেলা সভাপতির সাথে গ্রামের প্রত্যেক বাড়িতে গিয়ে তাদের সুবিধা এবং অসুবিধার কথা জিঞ্জাসা করে তাদের কর্মীদের নির্দেশ দেন তাদের সমস্যার সমাধান করে দিতে। এদিন মুখ্যমন্ত্রীর সুরক্ষা কবচ নিয়ে জেলা সভাপতি জানান একটা নির্দিষ্ট দিনের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা শেষ করে দিতে চাই।