টক টু মেয়র এ ফোন পেয়ে মেয়র পৌঁছে গেলেন চতুর্থ শ্রেণীর ছাত্র রাজ বিশ্বাসের বাড়ি
শিলিগুড়ি : টক্ টু মেয়র আজকাল বাচ্চারাও মেয়র কে ফোন করছে। ঠিক এই ধরনের ফোন মেয়র পেয়েছিলেন গত ১৭ তারিখ। মেয়রের কাছে রাজ বিশ্বাস নামে এক চতুর্থ শ্রেণীর ছাত্র অভিযোগ করেছিলেন যে তাদের পাড়ার মশার দাপট প্রচন্ড। প্রচন্ড সমস্যায় আছেন তারা। উল্টো দিকে ডেঙ্গুর ভয়ও আছে। রাজ বিশ্বাস মনে মেয়রকে জানিয়েছে সে শুধু নিজের জন্যই নয় তার বাড়ির সবার জন্য চিন্তিত। আর কাকু কাকিমা তার বোন, সবার জন্যই চিন্তিত। তাই সে মেয়র কে ফোন করেছে। মেয়র তাকে ফোনে জানিয়েছেন সময় পেলেই তার বাড়ি আসবে ।
এদিকে মেয়র কে দেখে রাজ বিশ্বাস জানান মশার দাপট বাড়ছে। আপনি কিছু একটা কররুন। মেয়র রাজ বিশ্বাসের বাড়ি গিয়ে তার বাবা মার সাথে কথা বলে তার সমস্যা বোঝার চেষ্টা করেন। মেয়র জানান আমি সব দেখেছি খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা করা হবে। অনেক বোরো কে নির্দেশ দিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব জমা জল পরিষ্কার করে তার সমাধান করে দিতে। ফাঁকা হলে আমি আবার আসবো বলে জানান মেয়র।