ডিসেম্বরের দার্জিলিং ক্রমশ হার মানাচ্ছে ইউরোপের যে কোন শহরকে
নিজস্ব সংবাদদাতা : ডিসেম্বর মাসের দার্জিলিং, ঘুরতে গেলেই আপনি পাবেন থাক অপার সৌন্দর্য। ম্যাল এবং টাইগার হিল চোখ লেগে যাবে আপনার। মিউজিক সিস্টেমে চলছে গান, বিকেলের ফুরফুরে হাওয়া, মেঘ চলে যাওয়া আকাশ হার মানাবে অনেক কিছুকেই। আপনি পাবেন অপরূপ অপার সৌন্দর্য। যে কারণে পর্যটকেরা অমৃতে পড়ে থাকেন দিনরাত। দার্জিলিং এখন হার মানিয়ে দেবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকেও। যে কারণে হোটেলে এখন থিক থিকে ভিড়। বুকিং প্রায় নেই কোন হোটেলেই। শহর দার্জিলিং এখন যেন এক অচেনা মায়াবি রূপ নিয়েছে। সন্ধ্যাবেলা বসলে ম্যালের সামনে আপনাকে যেতে হবে না কোথাও। শহর জুড়ে আপনি পাবেন ছোট ছোট বাচ্চাদের ভিড়, শীতের পোশাক পরে তাদের দেখতে অসাধারণ লাগে। হয়তো এই কারণে এই সময় দার্জিলিং টেক্কা দিয়ে দিয়েছে অনেক বড় শহরের কেও।