তামিলনাড়ুর শিক্ষাব্যবস্থায় হিন্দি চাপানোর গভীর ষড়যন্ত্র করছে কেন্দ্র, চাঞ্চল্যকর অভিযোগ স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিনের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এনডিএ সরকার তামিলনাড়ুর ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার সুপরিকল্পিত ষড়যন্ত্র করছে—এমনই অভিযোগ করলেন তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তাঁর অভিযোগ, জাতীয় শিক্ষানীতি (NEP), তিন ভাষার নীতি এবং NEET পরীক্ষার মাধ্যমে কেন্দ্র শিক্ষা ব্যবস্থার নামে হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

রবিবার চেন্নাইয়ের নন্দনাম আর্টস কলেজে “কালাইঞ্জর কলাইয়ারঙ্গম” নামে একটি এক হাজার আসনের নতুন অডিটোরিয়াম উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন। অডিটোরিয়ামটি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এম করুণানিধির নামানুসারে নির্মিত হয়েছে, যার ব্যয় হয়েছে ৪.৮ কোটি টাকা। এই কলেজের একটি ঐতিহাসিক ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তিনি—১৯৮৬ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররাই তামিলনাড়ুতে হিন্দি চাপানোর বিরুদ্ধে প্রতিবাদে প্রথম সরব হয়েছিল।

উদয়নিধি বলেন, “আপনারা এই ষড়যন্ত্রগুলি বুঝে শিক্ষা ক্ষেত্রের ওপর কেন্দ্র যেসব বিপদ চাপিয়ে দিচ্ছে, তা নিয়ে সচেতন থাকুন। আপনারা যদি আপনার অবস্থানে অটল থাকেন, তবে আমাদের শত্রুরা কখনোই জয়ী হতে পারবে না।”তিনি আরও বলেন, করুণানিধির সেই সময়ের হিন্দি বিরোধী মন্তব্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর কথায়, কেন্দ্রের শিক্ষানীতিগুলি একদিকে যেমন রাজ্যের নিজস্ব ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত করছে, অন্যদিকে এগুলি শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে, বিশেষ করে NEET-এর মাধ্যমে। ডিএমকে সরকার বরাবরই তামিল ভাষার গুরুত্ব রক্ষা এবং হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে এসেছে। উপ-মুখ্যমন্ত্রীর বক্তব্য সেই ধারারই সাম্প্রতিক প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *