তিলোত্তমার বিচারের দাবিতে মিছিল জলপাইগুড়ির এসি কলেজে প্রাক্তনদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : জলপাইগুড়ি এসি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা এক বিশাল মিছিল করলো তিলোত্তমার জন্য বিচারের দাবিতে। মিছিলটি জলপাইগুড়ির এসি কলেজ থেকে আরম্ভ হয়ে কদম তলায় গিয়ে শেষ হয়। এসি কলেজের প্রাক্তনীরা জানান যেভাবেই হোক তিলোত্তমার হত্যাকারীদের সাজা দিতে হবে। আমাদের দাবি বাংলায় যাতে আর না তিলোত্তমা তৈরি হয়। আমরা কিছুতেই এই ঘটনা মেনে নিতে পারছি না। এদিন জলপাইগুড়ির এসি কলেজের প্রাক্তন দের সাথে মিছিলে যোগ দেন বর্তমান ছাত্রছাত্রীরা। যোগ দেন কলেজের বর্তমান শিক্ষকরাও।

এসি কলেজের প্রাক্তন ছাত্র শেখর বন্দোপাধ্যায় জানান এক মাস হয়ে গেল, অথচ কোন সাড়া শব্দই নেই , সবাই চুপ করে গেছে না আসল সত্য গোপন করে যাচ্ছে। সেটাই আমরা জানতে চাই। আমরা কোন হিংসার পক্ষে নেই, কারণ হিংসা দিয়ে ন্যায় বিচার পাওয়া যায় না। একজন ছাত্রী যার স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হওয়া, হলে হয়তো বাংলার উপকারী হত, কাকে আততায়ের হাতে মরতে হলো এটা ভাবলেই আমাদের গা হাত শিউরে উঠছে। আমরা চাই অপরাধী একবার একাধিক যাই হোক না কেন সাজা পাক। বিচার মানুষের কাছে আদর্শ হয়ে উঠুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *