তুমুল বিক্ষোভ প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে, উঠল গ্রেপ্তারের দাবিও , গা শিউরে উঠবেন কারণ জানলে পরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রেমে প্রতরণা আর তার জেরে আত্মঘাতী হল এক যুবক। এদিকে যুবকের পরিবার ও প্রতিবেশীরা তাঁর দেহ রেখে তুমুল বিক্ষোভও দেখালেন প্রেমিকার বাড়ির সামনে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার দেবীনগর এলাকায়। এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সায়ক চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে তাঁর সঙ্গে দেবীনগর এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রত্তি দু’ জনের সম্পর্কে প্রবেশ ঘটে তৃতীয় এক ব্যক্তির। অভিযোগ, তারপর থেকেই সায়কের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের চরম অবনতি হয়। তরুণী সায়ককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। সমাজ মাধ্যমে পরস্পরের কথোপকথন হয়। তারপরই সায়ক নিজের ঘরে গিয়ে আত্মঘাতী হন। পরিবারের লোকজন দরজা ভেঙে উদ্ধার করে তাঁর দেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *