দিল্লি বিস্ফোরণের পর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি জোরদার করল কলকাতা পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : রাজধানীর বিস্ফোরণ ঘিরে যখন নাশকতার আশঙ্কা জোরদার হচ্ছে, সেই সময় কলকাতায় আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে । শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে প্রথম টেস্ট, তার আগেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল কলকাতা পুলিশ ৷

ইডেন গার্ডেন্সে অনুশীলনে নামবে দুই দল । এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ ইতিমধ্যেই ইডেন এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা পুলিশের নগরপালের সঙ্গে সিএবি কর্তৃপক্ষের একটি বৈঠক রয়েছে। বৈঠকে ম্যাচ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে । লালবাজার সূত্রে খবর, ইডেনে করা হতে পারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। স্টেডিয়ামের বাইরের পরিধি থেকে শুরু করে প্রবেশদ্বার এবং দর্শক আসন পর্যন্ত থাকবে বিশেষ নজরদারির বন্দোবস্ত।
মাঠের দর্শকদেরও নিরাপত্তা বলয়ের আওতায় আনা হতে পারে। জানা গিয়েছে, প্রতিটি দর্শককে অন্তত দু’বার করে মেটাল স্ক্যানারের মাধ্যমে তল্লাশি করা হবে। মাঠের ভিতর ও বাইরে থাকবে সাদা পোশাকের পুলিশ। দর্শক আসনের গতিবিধিও থাকবে পুলিশের কড়া নজরদারিতে। কোনও সন্দেহজনক বস্তু বা ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, “এমনিতেই আমরা বাড়তি নজরদারি রাখি। কিন্তু দিল্লিতে বিস্ফোরণকে মাথায় রেখে বিশেষ ও অতিরিক্ত কিছু নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে । পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে লালবাজারের এসটিএফের বিশেষ বাহিনীও ৷”

