দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জের, শহরে বেওয়ারিশ গাড়ির বিষয়ে নগরপালকে চিঠি দিচ্ছেন মেয়র
বেস্ট কলকাতা নিউজ : দিল্লিতে লালকেল্লার অদূরে গাড়ি বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন । সেই ঘটনার পর শহরের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছেন কলকাতার মাহানাগরিক ফিরহাদ হাকিমও । তাই শহরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা বেওয়ারিশ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার কলকাতা পুলিশকে আবেদন জানাতে চলেছে মেয়র ফিরহাদ হাকিম। শহরকে পরিচ্ছন্ন রাখার নানা পরিকল্পনার মধ্যেই মাথাব্যথার কারণ হল দীর্ঘকাল ধরে যথেচ্ছ ভাবে পড়ে থাকা বেওয়ারিশ গাড়িগুলি । এর জেরে অধিকাংশ জায়গাই হয় না পরিষ্কার । তার থেকে ডেঙ্গি বৃদ্ধিই এতদিন চিন্তার কারণ ছিল ৷ তবে দিল্লি বিস্ফোরণের পর থেকে এই গাড়িই নিরাপত্তাজনিত ভয় ধরাচ্ছে কর্তৃপক্ষের মধ্যে । কয়েকদিন ধরেই এই বিষয়গুলি নিয়ে আলোচনা চলছিল । এবার শেষে পুলিশের দ্বারস্থ হতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম ।

শহরে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাস্তায় মালিকানাহীন গাড়ি পড়ে আছে অসংখ্য । থানাগুলির ধারে কাছেই লাইন দিয়ে গাড়িগুলি পড়ে থাকে দীর্ঘ কাল ধরে । অবশ্য নির্দিষ্ট সময় পর সেগুলি নিলাম হওয়ার বিষয় থাকে । কিন্তু অনেক ক্ষেত্রে তাতে দেরিও হয়ে থাকে । আবার বহু জায়গায় খাল পাড়, রাস্তার ধারে বছরের পর বছর গাড়ি পড়ে থাকে । তাতে জঞ্জাল জমে ও এলাকা অপরিচ্ছন্ন হয় । আর যে কোনও দুষ্কৃতীর জন্য এই সব পরিত্যক্ত গাড়ি বিস্ফোরক রাখার ক্ষেত্রে একটি নিরাপদ স্থান । ফলে সেই সবটা ভেবেই কলকাতা পুরনিগম চিন্তাভাবনা করেছে, পুরনিগম কলকাতা পুলিশের কাছে আবেদন করবে গাড়িগুলো সনাক্ত করে কল্যাণী ক্রাশারে দিয়ে দেওয়ার জন্য।

