নদীর মাছের অতিরিক্ত দাম, চরম হতাশ মাছপ্রেমীরা
শিলিগুড়ি : শিলিগুড়িতে নদীর মাছের দাম কেজীপ্রতি পঞ্চাশ টাকা বেড়েছে, এই অতিরিক্ত দামের কারনে মাছের দাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। কি কারনে বাড়ছে নদীর মাছের দাম, জানা গেছে বর্ষার সময় এমনিতেই বাড়ে নদীর মাছের দাম, এবার বেড়ে গেছে অনেকটাই, এর উপরে যারা সরাসরি নদীর মাছ নিয়ে আসেন তারাও অন্য কাজে যুক্ত হয়ে আছেন, ফলে কয়েকজনকে নিয়ে কাজ করানো হচ্ছে ফলে খরচ এমনিতেই বেড়ে গেছে অনেকটাই। তারপরে আনা হচ্ছে মাছ, যারা আনছেন তারা অতিরিক্ত টাকা দাবী করছেন সেই কারনে বেশী দাম বলে মনে করছেন অনেকেই।
এদিকে নদীর মাছ শিলিগুড়ি ছাড়াও আরো তিন জায়গাতে যায়, সেখানেই চলছে একই সমস্যা, শিলিগুড়ির মাছ যাচ্ছে আলিপুরদুয়ার এবং রায়গঞ্জেও তাই একটা সমস্যা তৈরী হয়েছে।নদীর মাছের চাহিদা বেশী থাকায় বিক্রেতারাও মাছ বিক্রি করছেন অতিরিক্ত দামে। যেটা বর্ষা চলে না গেলে কমবে না বলেই মনে করছেন মানুষ।