নববর্ষে এক নতুন উদ্যমে যাত্রা শুরু হল বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স অ্যাকাডেমির

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: নববর্ষের সকালে ময়দানের ফুটবল ক্লাবগুলোতে বারপোস্ট পূজো করে যেমন ফুটবল মরসুম শুরু হয় সেই রকম ব্যাডমিন্টন কোর্টেও পূজো দিয়ে সংকল্প গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন উদ্যমে যাত্রা শুরু করলো বেঙ্গল ব্যাডমিন্টনের লাভার্স অ্যাকাডেমি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকাডেমির প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, কনভেনর সুস্নাত বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট অরূপ কুমার রায়, জয়েন্ট সেক্রেটারি ডক্টর সৌমিত্রা দাস ও ডক্টর অভিষেক লাঠ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অনামিকা মন্ডল সহ প্রায় শতাধিক ব্যাডমিন্টন খেলোয়াড় এবং ব্যাডমিন্টন প্রেমী মানুষ । গতবছর জানুয়ারিতে তৈরি হওয়া এই সংগঠন জন্মলগ্নে একদিকে যেমন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আশীর্বাদ গ্রহণ করেছে আবার অন্য দিকে কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস তথা নেহেরু যুবকেন্দ্রের শুভেচ্ছাও তারা সাদরে গ্রহণ করেছে ।

এই প্রসঙ্গে মঞ্চের প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আমরা চাই খেলার মাঠ এবং ব্যাডমিন্টন কোর্ট হোক জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে । আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়া হাজারের ওপর সদস্যের একটাই পরিচয় তারা ব্যাডমিন্টন প্রেমী মানুষ।

এখানে জাতীয় ও রাজ্য স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচেরাও যেমন আছেন, আবার শীতকালে নেট টাঙিয়ে খেলা বিভিন্ন আউটডোর ক্লাবের খেলোয়াড় ও ব্যাডমিন্টন প্রেমী দর্শকেরাও আমাদের সদস্য । ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আরো বলেন আমাদের অ্যাকাডেমিতে মূলত প্রান্তিক দরিদ্র ঘরের প্রতিভাবান খেলোয়াড়দের নিঃশুল্ক ব্যাডমিন্টন খেলার সুযোগ করে দেওয়া হয় যাতে অর্থাভাবে কোন দরিদ্র ঘরের সন্তান ভালো খেলোয়াড় হয়ে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করা থেকে বঞ্চিত না হয় । তাছাড়া শীতকালে একটি বৃহত্তর অংশের ব্যাডমিন্টনপ্রেমী মানুষ যারা আলো জ্বালিয়ে নেট টাঙিয়ে ব্যাডমিন্টন খেলেন তারা যাতে ইনডোর কোর্টে সারা বছর ব্যাডমিন্টন খেলে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পারে সেই সুযোগও আমরা করে দিচ্ছি । এরসাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক অব্যবহৃত পরিত্যক্ত ব্যাডমিন্টন কোর্ট পড়ে রয়েছে যেখানে আমরা সরকার এবং জনপ্রতিনিধিদের কাছে আবেদন করব কোর্টগুলো মেরামত করে সেখানে যাতে আমাদের প্রতিভা অন্বেষণের সুযোগ করে দেওয়া হয় । বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স অ্যাকাডেমির কনভেনর সুস্নাত বিশ্বাস বলেন আপাতত কলকাতার বিভিন্ন ব্যাডমিন্টন কোর্ট ছাড়াও, সোদপুর, হাওড়ার চ্যাটার্জিহাট, কাবারডাঙ্গা মিশন সহ একাধিক স্থানে বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স অ্যাকাডেমির কর্মযজ্ঞ চলছে । আমরা সবাইকে নিয়ে সমন্বয় করে চলায় বিশ্বাসী এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে ব্যাডমিন্টন খেলার প্রচার, প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর । এই মঞ্চের পক্ষ থেকে অনামিকা মন্ডল জানান খুব তাড়াতাড়ি প্রেসমিট ডেকে আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করতে চলেছি । পহেলা বৈশাখের দিন জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ক্রীড়াঙ্গনে সৌভ্রাতৃত্ব স্থাপনের যে উদ্যোগ বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স অ্যাকাডেমি গ্রহণ করেছে সেটি অবশ্যই দৃষ্টান্ত স্থাপন করলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *