নবান্নে জায়গা পেল দিঘার জগন্নাথ মন্দিরের ছবি, রথযাত্রা ঘিরে উৎসবের প্রস্তুতি শুরু হল রাজ্যজুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দিঘার জগন্নাথ মন্দিরের ছবি এবার স্থান পেতে চলেছে নবান্নের দেওয়ালে । শুধু তাই নয়, রাজ্যের সমস্ত মন্ত্রী ও বিধায়কদের দফতরেও টাঙানো হবে এই নতুন মন্দিরের ছবি । সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসেবে দিঘার মন্দিরের একটি ছবি তুলে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রাজ্যের সমস্ত মন্ত্রী ও বিধায়ক যেন নিজেদের কার্যালয়ে এই ছবি রাখেন ।

সোমবার বিধানসভার অধিবেশন শেষে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ অধ্যক্ষের ঘরে ছিলেন । সেখানেই তিনি দিঘার জগন্নাথ মন্দিরের ছবি উপহার হিসেবে গ্রহণ করেন এবং জানান, এটি নবান্নের দেওয়ালে স্থাপন করা হবে । এরপরই রাজ্যজুড়ে রথযাত্রা উদযাপন নিয়ে পরিকল্পনা শুরু হয় । আগামী 27 জুন দিঘায় প্রথমবার রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী নিজে । তিনি রথের দড়ি টেনে যাত্রা শুরু করবেন ৷ তার আগে ২৬ জুন তিনি দিঘা পৌঁছে ‘সোনার ঝাঁটা’ দিয়ে রাস্তা পরিষ্কার করে দেবতার আগমন পথকে ‘শুভ’ করে তুলবেন । ইতিমধ্যেই মন্দির চত্বরে নিরাপত্তা ও ভিড় সামলাতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে প্রশাসন ।

এবছর ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের । কলিঙ্গ স্থাপত্যের ছোঁয়া পাওয়া এই মন্দির নির্মিত হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে । রাজস্থান থেকে আনা হয়েছিল প্রায় আটশো দক্ষ কারিগর । করোনার কারণে কিছুদিন নির্মাণ থমকে থাকলেও সম্প্রতি তা শেষ হয়েছে ।

রথযাত্রা উপলক্ষে দিঘার জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই ভক্তদের ভিড় জমতে শুরু করেছে । মন্দির থেকে ‘মাসির বাড়ি’র পথে বেরোবে প্রভু জগন্নাথের রথ । সেই রাস্তাকে ঘিরে চলছে সাজসজ্জার তোড়জোড় । প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষ ব্যারিকেডের ভিতরে থাকবেন ঠিকই, কিন্তু সকলে যেন রথের দড়ি ছুঁতে পারেন, তার ব্যবস্থাও রাখা হবে ।

এদিকে রথযাত্রার দিন দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকতে পারেন রাজ্যের একাধিক মন্ত্রী যেমন, অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সুজিত বসু প্রমুখ। উলটো রথের সময় আরও মন্ত্রী ও বিধায়কদের দিঘা যাওয়ার সম্ভাবনা রয়েছে । প্রসঙ্গত, সোমবার বিধানসভাতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় । এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত বিধায়ককে নির্দেশ দিয়েছেন, ২৭ জুন নিজ নিজ বিধানসভা এলাকায় রথযাত্রা উদযাপন করতে হবে এবং উপস্থিত থাকতে হবে । মুখ্যমন্ত্রীর কথায়, “রথযাত্রা আমাদের ঐতিহ্য, উৎসব আর ভক্তির মিলনস্থল – সেই ভাবনা ছড়িয়ে পড়ুক গোটা বাংলায় ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *