নাগরাকাটায় আক্রান্ত বিজেপির এম পি খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা: মাটিগাড়ার একটি নার্সিং হোমে ভর্তি রয়েছে বিজেপি এম পি খগেন মুর্মু। অবশেষে তাকে দেখতে সেখানে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে আক্রান্ত খগেন মুর্মুর কেবিনে গিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বলেন, তার শারীরিক অবস্থার খোঁজ নেন। মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে জানান আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, কোন সাহায্যের দরকার হলে বলবেন। এদিন মূলত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটিগাড়ার ওই নার্সিংহোমে পৌঁছে যান। তাকে দেখতে সেখানে হুমড়ি খেয়ে পড়েন ওই নার্সিংহোমের রোগীর আত্মীয়রা। শেষমেশ কোনভাবে অবস্থা সামাল দেন নিরাপত্তা রক্ষীরা। জানা গেছে এদিন মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ নার্সিংহোমের ভিতরে ছিলেন। অবশেষে খগেন মুর্মুর সাথে কথা বলে তিনি নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসে শিলিগুড়ির মাটিগাড়ার নার্সিংহোমে আক্রান্ত খগেন মুর্মুর সাথে দেখা করে এদিন এক বিরাট রাজনৈতিক সৌহার্দের পরিচয় দিলেন।
