নিজেকে সরকারি চাকরিতে আবদ্ধ রাখেনি, তৈরি করেছেন নিজস্ব KRV একাডেমী!
নিজস্ব সংবাদদাতা : সং’গ্রাম থেকে সৃষ্টি, দেবাশীষ ব্যানার্জীর অনন্য পথচলা! বাংলার এক প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা এক দৃ’ঢ়চেতা যুবকের গল্প এটি, নাম দেবাশীষ ব্যানার্জী। তিন দশক আগের সেই সময় থেকে শুরু হয়েছিল তাঁর ল’ড়া’ই। লড়াই নিজের বি’রুদ্ধে, সমাজের বি’রুদ্ধে আর সবচেয়ে বেশি, পরিস্থিতির বি’রুদ্ধে। যাত্রা ভ’ঙ্গে’র পথ ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন উত্তরণের পথ। স্বপ্ন ছিল রসায়নে স্নাতক হয়ে দেশের একজন দায়িত্ববান শিক্ষক হবেন। সেই স্বপ্নকে বু’কে নিয়ে ছুটেছেন কখনো U.P, কখনো ছত্তিশগড়। সম্পন্ন করেছেন M.Ed, আর সেই সময়েই প্রতিষ্ঠা করেছেন দুটি কোচিং সেন্টার, যেখানে ৫৫ জন বেকার মানুষকে দিয়েছেন রুজি-রোজগারের পথ।

দেবাশীষ ব্যানার্জীর জীবনে শিক্ষকতা ছিল শুধু একটি পেশা নয়, তিনি বিশ্বাস করতেন, একজন শিক্ষক মানে হলো একজন সমাজ পরিবর্তনকারী। তাই সরকারি চাকরির স্বপ্ন সরে যেতেই তিনি নিজেকে আ’ব’দ্ধ রাখেননি কোনো প্রতিষ্ঠানের নিয়মে। নিজের মনের শ’ক্তি’কে স’ঙ্গে নিয়ে শুরু করেন নতুন পথচলা। সাল ২০২০ চারদিকে যখন ভয়ানক ক’রো’না পরিস্থিতি সেই সময়ই কামারপুকুরের পুণ্যভূমিতে জ’ন্ম নেয় তাঁর জী’ব’নে’র সবচেয়ে বড় সৃষ্টি, KRV একাডেমী, কামারপুকুর CBSC এক মানবিক সমাজ গড়ার প্রতিষ্ঠান। তিনি শুধু স্কুল গড়েননি, গড়ে তুলেছেন এক দল নিবেদিতপ্রা’ণ শিক্ষক, যাঁরা তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাশে দাঁড়িয়েছেন।
কিন্তু তাঁর ল’ড়া’ই এখানেই থেমে নেই। সমাজের অ’স’হা’য় মানুষের পাশে দাঁড়ানো যেন তাঁর রক্তে মেশা। কখনো নৌকা নিয়ে পৌঁছে গেছেন খানাকুলে বান ভাসি মানুষের মাঝে, ন’দিন ধরে রান্না করে খাইয়েছেন ক্ষুধার্ত মানুষদের। কখনো পৌঁছেছেন পুরুলিয়ায়, যেখানে আজও অ’ভা’ব আর দা’রি’দ্র্য মানুষকে গ্রা’স করে। সেখানে গিয়ে বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ করতে গিয়ে দাঁড়িয়েছিলেন মৃত্যুর মুখোমুখি! তবু পিছিয়ে যাননি, কারণ তিনি বিশ্বাস করেন, “ভালো কাজে ঈশ্বরের আশীর্বাদ কখনো ফুরোয় না।

