নির্বাচন কমিশন সরিয়ে দিল কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে
বেস্ট কলকাতা নিউজ : এবার নির্বাচন কমিশন একসঙ্গে সরিয়ে দিল কলকাতার ৮ জন রিটার্নিং অফিসারকে। এর আগে একসঙ্গে সরিয়ে দেওয়ার কোনো নাজির নেই এতগুলো অফিসারকে, যা এককথায় নজিরবিহীনও বটে। কমিশনের মতে, কেউ এক পদে থাকতে পারেন না পরপর তিন বছর। সেক্ষেত্রে নিয়ম সেই আধিকারিককে সরিয়ে দেওয়াটাই । কিন্তু এতদিনসেই নিয়ম কার্যকর করা হয়নি কলকাতার ক্ষেত্রে । এবার কার্যকর করা হল সেই বিধিই। আর তাই সরানো হয়েছে ওই আট রিটার্নিং অফিসারকে।
সূত্রের খবর, ওই আট আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল বিভিন্ন সময়ে। এমনকি তাঁদের কাছে একাধিক অভিযোগও জমা পড়েছিল বিভিন্ন সময়ে। কিন্তু কোনও সময়ই তাঁরা গুরুত্ব দেননি সেই অভিযোগগুলির প্রতি। এরপরই নির্বাচন কমিশনের কাছে সেই খবর পৌঁছায়। খবর পেয়েই কমিশনের আধিকারিকরা এক রকম নড়েচড়ে বসেন। শো-কজ করা হয় ওই আটজন অফিসারকে। তারপরই কমিশন মূলত তাঁদের অপসারণের সিদ্ধান্ত নিল। ওই আটজনের পরিবর্ত হিসেবে নাকি ঠিক করে ফেলা হয়েছে নতুন রিটার্নিং অফিসারও। এমনটাই জানা গেছে কমিশন সূত্রে।