পাচার চক্রের পর্দা ফাঁস অর্কেস্ট্রা গ্রুপের আড়ালে , টালিগঞ্জের অপহৃত নাবালিকাকে উদ্ধার করা হল বিহার থেকে
বেস্ট কলকাতা নিউজ : পাড়ায় অর্কেস্ট্রা গ্রুপের সাংস্কৃতিক অনুষ্ঠানে টার্গেট করা হতো নাবালিকাদের। আর সেখান থেকেই আলাপ পরিচয়। আর্থিক অবস্থা একটু খারাপ হলেই ভিন রাজ্যে কাজের টোপ। আর সেই টোপ গিললেই মোটা টাকার বিনিময়ে নাবালিকা পাচার চলত বিহারে। টালিগঞ্জের এক নাবালিকা অপহরণের ঘটনায় অর্কেস্ট্রা গ্যাংয়ের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ।

টালিগঞ্জ থানায় রুজু হওয়া মামলার ভিত্তিতে তদন্তে নেমে বিহারের চম্পারণ থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করলেন তদন্তকারীরা। শুক্রবার রাতে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে অর্কেস্ট্রা গ্রুপের পান্ডা এক মহিলাকে। বৃহস্পতিবার দুপুর পৌনে একটা নাগাদ টালিগঞ্জ থানায় হাজির হন নাবালিকার মা। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে পাড়ায় নববর্ষের একটি অনুষ্ঠান ছিল। সেখানে একটি অর্কেস্ট্রা গ্রুপ অনুষ্ঠান করতে আসে। সেই গ্রুপের গায়িকার সঙ্গে পরিচয় হয় অভিযোগকারিণীর মেয়ের। সেখানেই ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়। তারপর থেকে ফোনেই যোগাযোগ চালাতেন ওই মহিলা। নাবালিকাকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ধর্মতলা চত্বরে ডেকে পাঠান অর্কেস্ট্রা গ্রুপের ওই গায়িকা। মোবাইল না নিয়ে যাওয়ার নির্দেশও দেন তিনি। তাই নাবালিকার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। অভিযোগকারীনির ফোন থেকে ওই গায়িকার মোবাইল নম্বর পান তদন্তকারীরা। তাতে ফোন করলে ‘সুইচড অফ’ রয়েছে বলে জানতে পারেন তাঁরা। তবে দেখা যায় সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অন রয়েছে। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের লোকেশন ট্র্যাক করতে শুরু করে টালিগঞ্জ থানার পুলিশ।
এমনকি বিহারের মতিহারির লোকেশন পান তদন্তকারীরা। নাবালিকাকে উদ্ধার করতে বৃহস্পতিবারই বেরিয়ে পড়ে পুলিশের টিম। বিহারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নাবালিকার লোকেশন নির্দিষ্ট করতে পারেন তদন্তকারীরা। সেখানে অপারেশন চালিয়ে অপহৃত টালিগঞ্জের নাবালিকা সহ একাধিক নাবালিকাকে উদ্ধার করে কলকাতা পুলিশ। বিহারের চিরাইয়া থানায় গোটা বিষয়টি জানায় টালিগঞ্জ থানা। স্থানীয় থানার বিরাট টিম ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে আটক করা হয় ওই অর্কেস্ট্রা গ্রুপের গায়িকাকে। এদিকে পুলিশ সূত্রে খবর, নাচগানের আসরের আড়ালে নাবালিকা পাচার চক্র চালানো এই গ্যাংয়ের নাম ‘নিউ নিশা অর্কেস্ট্রা গ্রুপ’। লালবাজার জানিয়েছে, এই নাবালিকা পাচারের বিষয়টি চাইল্ড ওয়েলফেয়ার কমিশনকে জানানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত মহিলাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

