পানীয় জল নিয়ে চরম আতঙ্কে শিলিগুড়ি, আর কতদিন চলবে? জিজ্ঞাসা মানুষের মনে
শিলিগুড়ি : গত তিন বছর ধরে সমস্যা হচ্ছে জলের। শিলিগুড়ির মানুষ চরম ভুক্তভোগী জলের কারণে। কখনো এক বেলা জল আসছে, কখনো ঘোলা জল আসছে, আবার কখনো জলই আসছে না। মূলত তিন ধরনের সমস্যায় আক্রান্ত শহর শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ডের সব এলাকায় এই একই সমস্যা জলের। মানুষ সময় মতো জল পাচ্ছেন না , জলের কারণে মানুষের প্রচুর সমস্যা তৈরি হচ্ছে দিনের পর দিন। কখনো কালো ঘোলা জল আসছে, আবার কখনো জলেই আসছে না।
তবে এই প্রসঙ্গে গৌতম দেব জানিয়েছেন এইসব সমস্যা চলছে দিনের পর দিন ধরে। সেটার জন্য দায়ী আগের পুরসভা। আমরা বসে থাকি না, মানুষকে যখন কথা দিয়েছি সব সময় চেষ্টা করছি মানুষের জলের সমস্যা মেটানোর। তবে শুধুমাত্র দৈনন্দিন কাজে ব্যবহৃত জল নয়, পানীয় জলের সমস্যা যত তাড়াতাড়ি যাতে মিটে যায় তারও চেষ্টা করছি । এদিকে যে যাই বলুক আতঙ্ক কাটছে না শিলিগুড়ির মানুষের মনে। পানীয় জলের খোঁজ করতে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে যাচ্ছেন। যাদের একটু অবস্থা ভালো আছে, তারা একোয়া গার্ড লাগিয়ে নিচ্ছে । আর যাদের নেই? কি করবে তারা? অতএব গাড়িতে করে দুত দূর থেকে জল নিয়ে আসছে তারা। আপাতত কোন সুরাহা নেই, জলের বিষয়ে। তবে কবে সমাধান হবে এটাও বলতে পারছেন না সাধারণ মানুষ।