পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে বাড়ছে তিস্তা নদীর জল, চিন্তা বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে
নিজস্ব সংবাদদাতা : পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে বাড়ছে তিস্তা নদীর জল চিন্তা বাড়ছে বাসিন্দাদের,এদিকে কয়েক দিন থেকে একই অবস্থা, এতো বৃষ্টি হচ্ছে যে বাসিন্দাদের অসুবিধা হয়ে পড়েছে। তিস্তা নদীর জল বরাবরের মত বিপদজনক, প্রতি বছর জল বাড়ে তিস্তায়, এর বাইরে জল চলে গেলে স্বাভাবিক ভাবেই অসুবিধার সৃষ্টি হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। তিস্তা নদী ভয়ানক হয়ে ওঠার কারনেই বাসিন্দারা আতঙ্কের মধ্যে পড়েছে। তিন দিন থেকে অবিরাম বৃষ্টির কারনে বিপদে পড়েছে পাহাড়, বিপদে রয়েছে গ্রামের মানুষ জনও, এবারে বৃষ্টি যেন অনেকটাই প্রতিকূল অবস্থায় ফেলে দিল পাহাড়ের মানুষকে।


