পাহাড়ে ফের ভয়াবহ দুর্ঘটনা,সোনাদার কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের, আহত আরও ৬ যাত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পাহাড়ে ফের ঘটলো দুর্ঘটনা! সোনাদার কাছে ৮ মাইলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুহল ২ জনের-আহত হল আরও ৬জন। একে খারাপ আবহাওয়া, তার সাথে সাথে একের পর এক দুর্ঘটনা, এবারে সোনাদায় গাড়ি উল্টে পড়ে গেল খাঁদে, খুব সম্ভবত চালক গাড়িতে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি, আহতদের এদিন উদ্ধার করেন স্থানীয় মানুষ, পরে আসেন মিলিটারি অফিসাররা, একের পর এক দুর্ঘটনা যেন বিপর্যস্ত করে ফেলছে শৈল শহর কে, এমনকি কয়েক দিন ধরে আবহাওয়া প্রচন্ড খারাপ দার্জিলিং এ, আবহাওয়ার জন্য পর্যটকদেরও সচেতন করতে চেষ্টা করছিলো প্রশাসন। দুপুরের পরে আবহাওয়া আরো খারাপ হয়ে যায়, সেই কারনেই হচ্ছে একের পর এক দুর্ঘটনা। আহত দের অবস্থা স্টিতিশীল, তাদের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়। এদিকে পাহাড়ে কয়েক দিন থেকেই প্রচন্ড প্রতিকূল পরিস্থিতি, যান চলাচল প্রচন্ডভাবে বিপদজনক হয়ে উঠেছে। একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে পাহাড়ে। এই সময় দার্জিলিং আসেন প্রচুর মানুষ, তাদের আগের থেকে সব ঠিক করা থাকে, তাই না এসে পারেন না তারা। তারপরও হয়ে চলেছে একের পর এক দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *