পাহাড় সফরে এসে মকাইবাড়িতে চাগাছ থেকে চাপাতা তুললেন মুখ্যমন্ত্রী
দার্জিলিং : পাহাড় সফরে এসে মকাইবাড়িতে চা গাছ থেকে চা তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন তিনি চা শ্রমিকদের সাথে অনেক ক্ষন কথা বলেন। এবং তাদের জিজ্ঞাসাবাদ করেন কিভাবে চা গাছ থেকে চা তুলতে হয়। চা শ্রমিকেরা তাকে চা গাছ থেকে চা তোলার পদ্বতি বলে দেন। মুখ্যমন্ত্রী এর পর একেবারে চা শ্রমিকদের বেশে পিঠে ঝুড়ি নিয়ে চা গাছ থেকে চা তুলতে চলে যান। অনেক্ষন তিনি চায়ের গাছ থেকে চাও তোলেন। তার সাথে ছিলেন মকাইবাড়ি চা বাগানের চায়ের শ্রমিকেরা। অনেকক্ষন থেকে তিনি বাগান থেকে বের হয়ে যান। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের জানান তিনি কোন রাজনৈতিক সফরে আসেন নি বিয়েতে এসেছেন। তাই তিনি ঠাণ্ডার সময় সবকিছু উপভোগ করতে চান। মকাইবাড়ির চা পৃথিবীতে বিখ্যাত। তাই এখানকার চা শ্রমিকদের সাথে প্রথমে কথা বলে জেনে নিয়েছিলাম কিভাবে চায়ের গাছ থেকে চা তুলতে হয়। এখানকার চায়ের গন্ধ একেবারেই আলাদা। তাই একটু অন্যভাবে সময় কাটালাম। মুখ্যমন্ত্রী এখানকার চায়ের প্রশংসা করেন। এবং তিনি যাবার সময় এখানকার চাপাতা নিয়েও যাবেন বলে জানান। মুখ্যমন্ত্রী মকাইবাড়ির চা শ্রমিকদের প্রশংসা করেন তাদের কাজের জন্য।