পিছিয়ে পড়া শ্রেণীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করলো শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়
শিলিগুড়ি : পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এক আকর্ষণীয় অনুষ্ঠান করল, শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়। ওয়েসিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন পরিদর্শক ডংকা লাম্বু ভুটিয়া। সূর্যসেন মহাবিদ্যালয় এর তরফ থেকে এদিন উপস্থি ছিলেন তনিমা ঘোষ সরকার। এই অনুষ্ঠানে এদিন মূলত পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের নিয়ে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই আলোচনা করা হয় ।

এদিন সূর্যসেন মহাবিদ্যালয় এর পক্ষ থেকে তনিমা ঘোষ সরকার জানান , আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ওদের পাশে দাঁড়াতে হবে। যারা সমাজে পিছিয়ে আছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেক ছাত্র-ছাত্রী চায় জীবনে প্রতিষ্ঠিত হতে, এবং তার জন্য চাই সহযোগিতা এবং সহমর্মিতা। আমরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, তবে হয়তো ওরা ভবিষ্যতে একটা নির্দিষ্ট জায়গায় যাবে।
এদিন তিনি আরো জানান শিক্ষা এমন একটা জিনিস , যে মানুষের চারদিক থেকে একটা নিরাপত্তা তৈরি করে দেয়। সেই জন্যই আমি বলব প্রত্যেক পুরুষ এবং মহিলাকে শিক্ষিত হতে হবে । শিক্ষা জীবনকে প্রসারিত করে। শুধু আমাদের কলেজ বলেই নয়, প্রত্যেকটি এলাকার পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই তো পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রতিষ্ঠা সুনিশ্চিত করতে পারবে। এইসব সচেতনতা শিবিরের দরকার ভীষণভাবে, বিশেষ করে সমাজে অনেক ঘটনা ঘটে থাকে, এই ধরনের সচেতনতা শিবির সবকিছু থেকেই মানুষকে বা বলতে পারো যে আমাদের বাঁচিয়ে রাখে। আজকে আমাদের কলেজ সূর্যসেন মহাবিদ্যালয় যে নজীর সৃষ্টি করল আমি চাইবো আগামী দিনে অন্যান্যরা এই ভাবে এগিয়ে আসুক। তবেই একটা সুন্দর সমাজের শুরু হবে।