পুজোতে দুস্থদের হাতে বস্ত্র তুলে দিলেন ব্যারাকপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর শ্রীপর্ণা রায়
ব্যারাকপুর : পুজো এসেছে, মায়ের আগমন এসেছে, মা এসেছেন ৮ থেকে ৮০ সবাই মেতেছে পুজোর আনন্দে। তবে বিষাদ ও আনন্দ একই সাথে থাকে তো তাই পূজোর জামা কাপড় না থাকা এবং দিতে না পারার কষ্টটা অনেক। তবে অনেকেই দুষ্ট মানুষদের জন্য ভাবেন চিন্তা করেন, প্রতিবার পূজায় বিলিয়ে দেন জামা কাপড় এবং খাবার দাবার। ঠিক এই ধরনের তিনি ব্যারাকপুরের শ্রীপর্ণা রায় যিনি সারা বছর মানুষের জন্য ভাবেন। এবারও তার ব্যতিক্রম হলো না, তিনি এবারে বাড়িতে বাড়িতে গিয়ে ওয়ার্ডের মানুষদের কাছে পৌঁছে দিলেন পুজোর জামা কাপড়। জানালেন তিনি পুজোয় আমার একার নয় পুজো সবার, এখনতো দুর্গা পূজোর সারা ভারতের নয়, সারা পৃথিবীর, তাই সবার মত আমিও চাই প্রত্যেক মানুষ আনন্দে থাকুক, আনন্দ দিন কাটাক। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইতে বড় প্রেরণা আর কি হতে পারে আমার কাছে, আমাদের সব ভালো কাজের পথপ্রদর্শক তিনি। তারই প্রেরণায় আজকে আমি এই মহৎ কাজটা করতে পারলাম, জানালেন শ্রীপর্ণা রায়।
তিনি এদিন এও জানান অবশ্যই কাজে আমার সাথে আমার সাথীরা আমার দলের কর্মীরা না থাকলে আমার এই কাজ অসম্পূর্ণ থেকে যেত। আজকে আমি যতটুকু করতে পারলাম, তার পুরো কৃতিত্বই আমার দলের কর্মীদের। ভবিষ্যতে এই ধরনের কাজ আমি আরো করতে চাই এবং আমি চাই এই পুজোতে সবাই আনন্দে কাটাক, মা দুর্গা সবাইকে আশীর্বাদ করুন সবাই যেন এই পুজো মনের আনন্দে নিজের পরিবারের সাথে কাটাতে পারে। এদিন শ্রীপর্ণা রায় বাড়িতে বাড়িতে গিয়ে , ওয়ার্ডের বাসিন্দাদের হাতে জামা কাপড় তুলে দেন।