পুজোর আগে সবজির বাজারকে নিয়ে চরম আশঙ্কায় শিলিগুড়ির সাধারণ মানুষজন
শিলিগুড়ি : পুজোর আগে সবজির বাজার কে নিয়ে আশঙ্কায় সাধারণ মানুষ। বৃষ্টিতে অনেকটাই নষ্ট করে দিয়েছে সবজি। বিশেষ করে হলদিবাড়ির সবজি এবারে সেভাবে এসে পৌঁছায়নি শিলিগুড়িতে। শিলিগুড়ির সবজির বাজার মূলত অনেকটাই নির্ভর করে থাকে হলদিবাড়ি সবজির উপর ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সেটা স্বীকার করেন। তবে এবারে সেভাবে সবজি এসে পৌঁছায়নি। এদিকে প্রবল বৃষ্টিতেও নষ্ট হয়ে গেছে শসা এবং টমেটো, তাই অন্যান্য বাজার যেমন বিধান মার্কেট, হায়দার পাড়া এবং সুভাষপল্লী বাজারে সবজি থাকলেও সেটা সেই পরিমাণে ঢুকছে না। পুজোর আগে কতটা উঠবে সবজির বাজার এখন সেটা নিয়ে ক্রেতা এবং বিক্রেতারাও রয়েছে চরম আশঙ্কার মধ্যে।
