পেশায় চিকিৎসক হওয়া সত্ত্বেও রাজ্যপালকে পরামর্শ ‘ র’ অফিসার সেজে ! গ্রেফতার ১
বেস্ট কলকাতা নিউজ : ভুয়ো আইএএস আইপিএস এর পর এবার কলকাতা শহরে গ্রেপ্তার হলেন ভুয়ো RAW অফিসার । জানা গেছে ওই ভুয়ো Raw অফিসার নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে। এমনকি চিঠি লিখে পরামর্শ দিতে গিয়ে তিনি গুরুত্বপূর্ণ অফিসার বলে দাবি করেছেন নিজেকে। রাজ্যপালের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্তে নামে তারপরেই গ্রেপ্তার করা হয়েছে মনিময় মন্ডল নামে ওই ব্যক্তিকে।
সূত্রের খবর ওই ব্যক্তি একজন চিকিৎসক সত্ত্বেও কেন গোয়েন্দা দপ্তরের বড় অফিসার বলে নিজেকে পরিচয় দিতেন কলকাতা পুলিশের কর্তারা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন।বৃহস্পতিবার রাতে রবীন্দ্র সরোবর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে খবর, ধৃত মণিময় মন্ডল এক জন চিকিৎসক। কিন্তু বেশ কয়েক বছর ধরে তিনি নিজেকে পরিচয় দিতেন ‘র’-এর আইপিএস অফিসার বলে। শুধু তাই নয় ওই পরিচয়ে চিঠি লিখে প্রভাবশালী ব্যক্তিদের নিজের পরার্মশও বিলি করতেন। জানা গিয়েছে, রাজ্যপাল ও নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে ওই ধরনের চিঠি। অবশ্য রাজ্যপালের অভিযোগের ভিত্তিতেই কলকাতায় সন্ধান পাওয়া গেল ওই ভুয়ো ‘র’ অফিসারের।