প্যারা টিচার থেকে কোটিপতি, মাত্র ১২০ টাকার লটারির টিকিটে জীবনের মোড় ঘুরল ধুপগুড়ির বাসিন্দা জয়রামের
ধুপগুড়ি : প্যারা টিচার থেকে কোটিপতি—ধুপগুড়িতে মাত্র ১২০ টাকার লটারির টিকিটে জীবনের মোড় ঘুরল জয়রামের। তিনি জানান সংসারের অনেক কিছু দরকার, সবাইকে তৈরি করতে হবে সবার ভবিষ্যৎ তৈরি করতে হবে। অনেক কিছু দরকার ছিল। কিন্তু ভগবানের আশীর্বাদে আমি আজকে সব পেলাম। চেষ্টা করব যাতে মানুষের মঙ্গল হয় । মানুষের কষ্ট দূর হয়, মানুষের দরকার অনেক কিছু। আমি শুধু সেই চেষ্টাই করে যাব। এদিকে এই টাকা পেয়ে এদিন উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনি। এদিন তিনি জানান সামান্য টাকা দিয়ে তিনি এতো টাকা পাবেন এত কিছু ভাবতে পারেননি তিনি ।
