প্রচণ্ড ঠান্ডায় পশুপাখিদের জন্য হিটার আনা হল শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে
শিলিগুড়ি : শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডায় কাবু সবাই। কাবু পশুপাখিরাও। তাই তাদের জন্য বেঙ্গল সাফারি কতৃপক্ষ এনেছে হিটার যাতে কিছুটা হলেও রক্ষা পান তারা। গতকাল থেকে এসেছে হিটার। আর তা রাখা হয়েছে সব পশুপাখিদের কাছেই। এতে কিছুটা হলেও আরাম পাচ্ছেন তারা। গত কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডায় কাবু ছিলো পশুপাখিরা। ঠাণ্ডায় গায়ে একের পর এক গরম জিনিস চাপিয়েও পশুপাখিদের ঠাণ্ডা থেকে বাচানো যাচ্ছিল না। প্রচণ্ড ঠান্ডায় একেবারেই জুবুথুবু হয়ে পড়ছিলেন তারা। একেবারেই বের হতে পারছিলেন না।কতৃপক্ষ অনেক ভেবে ঠিক করে রুম হিটার এনে লাগানো হবে সবার ঘরে ঘরে। এত ঠান্ডা থেকে কিভাবে তাদের রক্ষা করতে পারা যাবে এটা ভেবেই পাচ্ছিলেন না বেঙ্গল সাফারি কতৃপক্ষ । তবে গতকাল থেকে রুম হিটার লাগানোর পর থেকে কিছুটা হলেও সাচ্ছন্দ বোধ করছে বেঙ্গল সাফারির পশুপাখিরা। এমনকি সকালে বাইরেও বের হয়েছেন তারা।