প্রচন্ড গরম শিলিগুড়িতে, ভোর বেলায় ওয়ার্ড ঘুরলেন বিধায়ক শংকর ঘোষ
শিলিগুড়ি : প্রচন্ড গরম তাই ভোরবেলা হতে রাস্তায় মানুষ, আর এই সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন সকাল সাড়ে ছটার সময় তিনি রাস্তায় বেরিয়ে পড়েন, কথাবার্তা বললেন পথচারীদের সাথে। সুবিধা অসুবিধা জিজ্ঞেস করলেন পাড়ার বয়স্ক মানুষদের, তিনি জানালেন বিধায়ক হওয়ার পরে এই কাজটি ঠিক করে হয় না। এই কাজটি প্রথমেই করা উচিত । ভোরবেলা উঠে যদি আমি ঘুরতে পারি, মানুষের সাথে পরিচিত হতে পারি, তাদের সমস্যা কিছুটা হলেও বুঝতে পারি, তবেই সেটা আমার কাছে অনেক।
বিধায়ক শংকর ঘোষ এ দিন কথা বলেন স্কুলের বাচ্চাদের সাথে ও, তিনি জানান আমার কাছে বয়স্ক এবং বাচ্চারা সবাই এক। অনেক সময় বাচ্চাদেরও অনেক কিছু বলবার থাকে। কিন্তু তারা সেটা বলে উঠতে পারেন। তাই আমি আজ সকালে উঠে নিজের ওয়ার্ড ছাড়াও দুটি ওয়ার্ড ঘুরলাম। দেখলাম অনেকেই সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, তাই আমার দায়িত্ব এবং কর্তব্য এইসব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাজের সমাধান করা। যাতে তারা ভবিষ্যতে এই ধরনের সমস্যার আর সম্মুখীন না হন। বিধায়ক হওয়ার পর থেকে আমার কাজ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা মেটানো। আর সেটাই আমি করে উঠতে পারছিলাম না, কিন্তু এখন আমি পারছি, সময় কম দিলেও তৈরি হচ্ছে। আমি জানি সবকিছু ঠিকঠাক করতে গেলে অনেক সময় লাগে, তবে করতেই যখন হবে আজ থেকেই হোক না কেন? জানালেন বিধায়ক শংকর ঘোষ।