প্রতারণার নতুন ছক শিলিগুড়িতে, মেয়র এর নাম করে টাকা চাওয়া হচ্ছে কাউন্সিলরদের কাছ থেকে
শিলিগুড়ি : শিলিগুড়িতে প্রতারণার নতুন ছক মেয়র গৌতম দেবের নাম করে কাউন্সিলর দের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, মেয়র জানান তিনি ব্যাপারটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। এই ব্যাপারটি প্রথমে সবার দৃষ্টিতে আনেন কাউন্সিলর শালিনী ডালমিয়া। শুধু তিনি কেন মেয়র এর নাম করে টাকা চাওয়া হয়েছে সিপিএম কংগ্রেস তৃণমূল এবং বিজেপি সব কাউন্সিলর দের কাছ থেকেই, জানা গেছে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং দুলাল দত্তের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। মেয়র জানান তিনি গোটা বিষয়টি সাইবার ক্রাইম বিভাগকে জানিয়েছেন, তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।
এদিকে এই ঘটনা নিয়ে রোড মিটিং এ হইচই পড়ে যায়, কাউন্সিলররা জানান এই ধরনের মেসেজ পড়ে প্রথমে যারা চমকে গিয়েছিলেন, তারপরে তারা যখন প্রত্যেকে একে অন্যকে জিজ্ঞেস করেন তখন তারা বুঝতে পেরে যান ব্যাপারটি কি। তারপর আজ বোর্ড মিটিংয়ে ব্যাপারটিকে থেকে উত্থাপন করা হয়। মেয়র জানান আমি গোটা বিষয়টি দেখছি এর পিছনে কে বা কারা আছে সেটা নিশ্চয়ই তদন্ত করলে বেরিয়ে যাবে। এদিকে এই ঘটনা নিয়ে অবাক শিলিগুড়ি পুরো নিগম। যদিও চেয়ারম্যান এই বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চাননি। কি কি ঘটনা ঘটেছে মেয়র কে জিজ্ঞাসা করলে মেয়র বলেন এটা একদমই আভ্যন্তরীণ ব্যাপার সমস্যার সমাধান হয়ে গেলে তখন আমরা গুছিয়ে বলবো।