প্রযুক্তিবিদের চরম মর্মান্তিক মৃত্যু, তীব্র সমালোচনার মুখে পড়লো জ্ঞানেশ কুমারের কন্যা জেলাশাসক মেধা রূপম
বেস্ট কলকাতা নিউজ : মর্মান্তিক দুর্ঘটনায় নয়ডায় প্রযুক্তিবিদ যুবরাজের মৃত্যুতে ইতিমধ্যেই তুমুল ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এদিকে প্রশাসনিক গাফিলতির প্রসঙ্গ টেনে কাঠগড়ায় তোলা হয়েছে জেলাশাসক মেধা রূপমকেও । স্থানীয়রা জানান ২০২১ সালে একটি মলের বেসমেন্ট তৈরির জন্য নয়ডার সেক্টর ১৫০-র কাছে প্রায় ২০ ফুট গর্ত খোঁড়া হয়েছিল। তারপর থেকেই সেখানে জল জমে রয়েছে। ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় এলাকাটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। বহুবার তা প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু, কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরাও।

তাঁদের আরোও অভিযোগ, প্রযুক্তিবিদ যুবরাজ মেহতাকে উদ্ধারে সক্রিয় ভূমিকাই নেননি জেলাশাসক। তিনি বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্বেও রয়েছেন। যুবরাজ দীর্ঘক্ষণ ওই জলাশয়ে আটকে থাকলেও এই দপ্তর কার্যত নিষ্ক্রিয় ছিল। এভাবে এক তরুণের মৃত্যুর পরও তিনি বিশেষ কার্যকরী ভূমিকা নেননি। রুটিন মাফিক পোস্ট করে দায় সেরেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা। যুবরাজের মৃত্যুর তিন দিনের মাথায় মেধা ঘটনাস্থলে যান। এমনকি সাংবাদিকদেরও তিনি কোনও প্রশ্নের উত্তরও দেননি।
এদিকে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে গেরুয়া সাংসদ মহেশ শর্মার মন্তব্যে। তিনি জানিয়েছেন, বেশ কয়েক মাস আগেই জলাশয়ের অবস্থা নিয়ে প্রশাসনকে জানানো হয়েছিল। ১৫ দিন আগেই এখানে একটি ট্রাকও দুর্ঘটনার মুখে পড়ে। ড্যামেজ কন্ট্রোলে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে চড়া সুর চড়িয়েছে এমনকি বিরোধীরাও। তাদের আরো অভিযোগ, মেধা দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা। তাই এত গাফিলতি থাকা সত্ত্বেও তাঁকে আড়াল করছে সরকার।

