প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির পরিমান দাঁড়ালো প্রায় হাজার কোটির কাছাকাছি , মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিতে চলেছে জিটিএ
বেস্ট কলকাতা নিউজ : প্রাকৃতিক দুর্যোগের ফলে জিটিএ এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ কোটিতে। গতকাল সোমবার জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-র অধিবেশনে ওই পরিসংখ্যান তুলে ধরা হয়। ত্রাণ ও পুনর্বাসনের জন্য ১১ জনের একটি কমিটি গঠন করা হয়েছে জিটিএ’র তরফে। এই কমিটি মূলত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে।

অন্যদিকে, জানা গেছে আজ মঙ্গলবার জোড়বাংলো-সুখিয়াপোখরি ব্লক পরিদর্শন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবারই তিনি কার্শিয়াং পৌঁছে গিয়েছেন। কার্শিয়াং সার্কিট হাউজে রাতযাপন করার পর আজ মঙ্গল বারে জোড়বাংলো বিডিও অফিস চত্বরে ত্রাণ সামগ্রী তুলে দেবেন ক্ষতিগ্রস্তদের হাতে ৷ এদিকে, পাহাড়ে সাম্প্রতিক বিপর্যয় নিয়ে প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসেব তৈরি করেছে জিটিএ। সেই হিসেব অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ৯৫০ কোটি টাকা । মুখ্যমন্ত্রীর কাছে আজ সেই রিপোর্ট পেশ করবে জিটিএ সভাসদরা । পাহাড়ে প্রবল বর্ষণ, নদীর জলস্ফীতি ও ধসে ক্ষতিগ্রস্ত ব্লকগুলির মধ্যে জোড়বাংলো-সুখিয়াপোখরি অন্যতম । বালাসন ও রংভং নদী ছাড়াও ব্লকে বেশ ক’য়েকটি ঝোরা (ছোট ছোট জলপ্রপাত) আছে । সেখানকার পর্যটন কেন্দ্র তাবাকোশির একাংশ কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে । ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পাশাপাশি বিপর্যয়ের মোকাবিলা করে যাঁরা প্রাণ বাঁচিয়েছেন, তাঁদেরও সম্মানিত করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
এদিকে, ভয়াবহ দুর্যোগের ক্ষয়ক্ষতি নিয়ে এদিন গোর্খা রঙ্গমঞ্চে জরুরি বৈঠক করে জিটিএ কর্তৃপক্ষ। সভায় জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা-সহ নির্বাচিত ও মনোনীত মিলিয়ে মোট ৯৮ জন সদস্য ছিলেন । জিটিএ সূত্রে খবর, দার্জিলিং, কার্শিয়াং ও মিরিক পুরসভা এবং পাহাড়ের পাঁচটি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে । সুখিয়াপোখরি-জোড়বাংলো ব্লক-সহ পুরো পাহাড়ে মৃতের সংখ্যা 24 জন । ধস ও নদীর স্রোতের জেরে ভেঙেছে অসংখ্য রাস্তা, কালভার্ট, সেতু, বাড়ি, হোম-স্টে । কিছু স্কুলবাড়ি, পানীয় জলের কল, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে । কমলা ও চা-বাগান, সিঙ্কোনা বাগান, চাষের জমি, কিছু পর্যটন কেন্দ্র কার্যত তছনছ হয়ে গিয়েছে । জিটিএর প্রাথমিক হিসেব অনুযায়ী, সাম্প্রতিক দুর্যোগে পাহাড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৫০ কোটি টাকা।