ফের ATM লুটের চেষ্টা শিলিগুড়ির খড়িবাড়ির ভাল্লুকগাড়ায় , অবশেষে রক্ষা পুলিশের জোর তৎপরতায়
শিলিগুড়ি : শিলিগুড়ির খড়িবাড়ির ভাল্লুকগাড়ায় বাংলা বিহার জাতীয় সড়কে ATM লুটের চেষ্টা, পুলিশের তৎপরতায় রক্ষা পেল ওই এটিএম। আজ সকালে খড়িবাড়িতে বাংলা বিহার জাতীয় সড়কের সামনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্যাংকের সামনে থাকা বেশ কিছু মানুষের সন্দেহ হয় , তারা পুলিশে খবর দেন , পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছালে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। এটিএম মেশিন ভাঙতে কিছুটা সফল হলেও টাকা বের করতে পারেনি তারা।

দিনের পর দিন একের পর এক এটিএম লুঠের খবরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। স্থানীয় মানুষের অভিযোগ অধিকাংশ সময় ব্যাংকের পাহারাদার না থাকায় এই সময় এইসব দুর্ঘটনা ঘটে চলেছে । একজন পাহারাদার দিয়েও সব সময় এটিএম রক্ষা করা সম্ভব হয় না। অপরাধী ধরা পড়লেও অনেক সময় টাকাও ঠিকভাবে পাওয়া যায় না। এদিন পুলিশকে দেখে অপরাধীরা চম্পট দিলেও , পুলিশের অনুমান আবার কেউ স্থানীয় এলাকার বাসিন্দা নন। এটিএম ফাঁকা দেখেই মাথায় তাদের এইসব অপরাধমূলক কাজ করার চিন্তা চলে আসে।