‘বই-তীর্থ’ তৈরিতে বরাদ্দ হল ১০ কোটি টাকা, গিল্ডের আর্জিতে কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : দিঘা জগন্নাথ মন্দির বা মহাকাল তীর্থের মতো রাজ্যে এবার কি গড়ে উঠবে স্থায়ী ‘বই-অঙ্গন’? বৃহস্পতিবার সল্টলেক সেন্ট্রাল পার্কে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনই এক অভিনব আবেদন রাখলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় । জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গিল্ডের আবেদনের ভিত্তিতে বই-তীর্থ তৈরি করা হবে ৷ তার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গিল্ডের কর্তা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দিদি, আপনি আমাদের নতুন নতুন ভাবনা উপহার দিচ্ছেন – জগন্নাথ ধাম, দিঘা বা মহাকাল তীর্থ । বইয়ের জন্য কি এমন কিছু করা যায় ? ‘বই-অঙ্গন’ বা ‘বই-তীর্থ’?” রাজ্যের প্রশাসনিক প্রধানের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি আরও সংযোজন করেন, “আপনিই পারবেন ।”
গিল্ড কর্তার এই আবেদনের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি শুধু বলব, শান্তনু এদিকে এসো ৷ ও আমার আইএনসিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টেরও । একটা বই-তীর্থ ওরা করতে চাইছে, করে দাও । ৫০ বছর আগে…আইডিয়াটা আমি একটা স্কেচ করছিলাম, কিন্তু আমার টাইম হয়নি করার । বই দিয়ে করতে হবে । আমি জাস্ট একটা রাফ স্কেচ করছিলাম । পুরোটা বই দিয়ে হবে, বই-তীর্থ । ১০ কোটি টাকা আইএনসিএ থেকে আপনারা এঁদের দিয়ে দেবেন । এই যে সুধাংশুবাবু আর ত্রিদিবদা । একটা অফিশিয়াল লেটার চাইলেন । কারণ গভর্নমেন্টের তো অডিট করতে হয় । অফিশিয়াল দরখাস্তটা আইএনসিএ-র কাছে পাঠিয়ে দেবেন, শান্তনুর কাছে । আমাকে পাঠানোর দরকার নেই । আমি পয়সা বলে দিলাম, ১০ কোটি টাকা আপনাদের দিয়ে দেবে । আপনারা নিজেদের মতো করে তৈরি করুন । সুতরাং 50 বছরে এসে যেন দেখতে পাই যে, আপনারা এটাকে দিয়ে বই প্রাঙ্গণের সঙ্গে একটা বই-তীর্থও করে দিয়েছেন ।”
গিল্ডের তরফ থেকে রাখা এই বক্তব্যে উঠে আসে বইমেলা প্রাঙ্গণ নিয়ে দীর্ঘদিনের লড়াই এবং তাতে মুখ্যমন্ত্রীর অবদানের কথা । ত্রিদিব চট্টোপাধ্যায় উল্লেখ করেন, সাহিত্যসেবী ও বইপ্রেমী মুখ্যমন্ত্রীর অভিভাবকত্বেই বইমেলা আজ তার স্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছে এবং 49তম সংস্করণে পৌঁছেছে । শীঘ্রই এই মেলা তার সুবর্ণ জয়ন্তী বর্ষ স্পর্শ করবে।

