বড় কোম্পানি থেকে পুরোদস্তুর ব্যবসায়ী সঞ্জীব দের উত্থান যেন একটা ইতিহাস
নিজস্ব সংবাদদাতা : সঞ্জীব দে ২০২৪ সাল থেকে পানি ট্যাংকি মোড়ে বিক্রি করছেন দই বড়া। বড় কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ করে কেন দই বড়ার দিকে ঢুকলেন? সঞ্জীব বাবু জানালেন আর চাকরি করতে ইচ্ছা করছিল না, ইচ্ছা ছিল নিজের কিছু একটা করে দেখানো। আর সেটা আমি করলাম। আমার স্ত্রী আমাকে প্রচন্ড সাহায্য করেছে এই বিষয়ে। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম নিজেই কিছু একটা করব। আর তাই তখনি শুরু করলাম দই বড়া। প্রথম দিকে একটু সংশয়ে ছিলাম কিন্তু এখন ভালই বিক্রি হচ্ছে। এমনটাই জানালেন সঞ্জীব বাবু। তিনি আরো জানান ভবিষ্যতে অনেক কিছু করার ইচ্ছা থাকলো, আমার স্ত্রী আমাকে এই বিষয়ে প্রচুর সাহায্য করে। আর আমি ঘরেই তৈরি করি এই দই এর বড়া। মানুষ বিকেলের দিকে বেশি আসে, আর বিকেলেই বিক্রি হয় বেশি। এক প্লেটের দাম এখন ৫০ টাকা। যতটা পারা যায় মানুষের সাধ্যের মতোই রাখছি। দেখা যাক ভবিষ্যতে কি হয় জানালেন সঞ্জীব বাবু। আমি পরিশ্রম করে যাচ্ছি, ভগবান যা করার করবেন।


