বন্ধ করা হয়েছে সোশ্যাল মিডিয়া, উত্তজনার পাশাপাশি গণবিদ্রোহের আগুন ছড়িয়ে পড়লো নেপালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কাঠমান্ডু : বন্ধ করা হয়েছে সোশ্যাল মিডিয়া সেই কারনে নাপালে ছড়িয়ে পড়লো ব্যাপক উত্তজনা। নেপালে গণবিদ্রোহের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। রাজধানী কাঠমান্ডু-সহ একাধিক শহরে ছাত্র-যুবদের আন্দোলনের জেরে চরম অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে প্রবল জনরোষের চাপে নেপাল সরকার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছে। এদিকে, উপপ্রধানমন্ত্রী-সহ ৯ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। স্বাস্থ্য, ক্রীড়া, বন, কৃষি, আইন, জল সরবরাহ ও শক্তিমন্ত্রীও রয়েছেন সেই তালিকায়। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশ ছাড়ার পরিকল্পনা করছেন, তিনি দুবাইয়ে পালিয়ে যেতে পারেন বলে চরম আশঙ্কা রয়েছে । যুবক দের গনরোষ বাড়তে পারে বলে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিতে চলেছেন বলে মনে করছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *