বাংলাদেশে চরম সমস্যা, বাংলাদেশী ইলিশ কি আর এ বছরে ভারতে আসবে? উঠছে প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা : এই বছর বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দিনের পর দিন খারাপ হতে চলেছে। আর তাতে ব্যাহত হয়েছে বাংলাদেশি ইলিশ মাছের ভারতে আগমন। তিনটি ধাপে ইলিশ মাছ এবার বাংলাদেশ থেকে ভারতে এসেছে, শেষ কি এসেছিল নভেম্বরের মাঝামাঝিতে। তাও বহু অনুনয় বিনয় করে। কিন্তু এবার একই একেবারেই বন্ধ হয়ে যাবে বাংলাদেশের ইলিশ মাছের ভারতে আগমন? উত্তরটা হয়তো সময় বলে দেবে। তবে পরিস্থিতি একেবারেই ভালো নয়। দু দেশের মধ্যে সম্পর্ক দিনের পর দিন খারাপ জায়গায় যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে যাতায়াত, সে জায়গায় কিভাবে ইলিশ আসবে ভারতে। বাঙালির প্রিয় মাছ যে ইলিশ, সেই মাছ বাংলাদেশের না হলে মুখেই রচে না ভারতীয়দের। তাই দু দেশের মধ্যে করুন পরিনিতি দেখে মুখ ভার ভারতের ইলিশ প্রেমীদের। কবে আবার ঠিকভাবে আসবে ইলিশ মাছ? সেটা আপাতত সময় বলে দেবে।