বাড়িতে গিয়ে বয়স্কদের সংবর্ধনা প্রদান , এক নতুন উদ্যোগ শিলিগুড়ির কাউন্সিলার শ্রাবণী দত্তের
শিলিগুড়ি : তিনি বরাবরই অন্যদের থেকে অনেকটা আলাদা, শিলিগুড়ির সবচাইতে পুরনো মহিলা কাউন্সিলার, থাকেন খুব সাধারণভাবে। তিনি জানান আমি কাউন্সিলার হবার আগের থেকেই সাধারণভাবেই চলতে ভালোবাসি। আমার ছেলেমেয়েদেরও সেটাই শিখিয়েছি। আমি মনেপ্রাণে মনে করি সাধারণভাবে বাঁচাও উচিত। তুমি যতই অসাধারণ হও সাধারণ মানুষের সাথেই চলতে শিখতে হবে তোমাকে। আর এটাই সবথেকে বড় কাজ, উন্নতি করতে হবে উন্নতি করাটা অন্যায় নয়, তবে তোমার মধ্যে অহংকার থাকলে চলবে না। গত ১০ বছর এর বেশি সময় ধরে এই ভাবেই আমি চলেছি। এবং ওয়ার্ডের মানুষের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে চলেছি।

শ্রাবণী দত্ত জানান এবারে তিনি বয়স্কদের সম্বর্ধনা দিলেন তাদের বাড়িতে গিয়ে, তিনি আরো জানান বয়স হয়ে গেলে অনেকেই ঠিক ভাবে চলাফেরা করতে পারেনা, আমার অফিসে এসে দীর্ঘ সময় ধরে বসে থেকে তারা সম্বর্ধনা নেবেন, এটা ঠিক না। তাই আমি ঠিক করেছিলাম, বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সম্বর্ধনা দেব। যেমন ভাবা তেমনি কাজ, এদিন বাড়িতে বাড়িতে গিয়ে ১০ জন বয়স্ক নাগরিকদের হাতে সংবর্ধনা তুলে দিলেন ওয়ার্ড কাউন্সিলার শ্রাবণী দত্ত। তিনি এও বললেন তাদের আশীর্বাদ আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। ভবিষ্যতে আরও মানুষের কাছে পৌঁছে তাদের সম্বর্ধনা দেব এদিন এমনটাই জানালেন তিনি।

