বালুরঘাট হাসপাতালে শিশু চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই মহিলা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বালুরঘাট : হাসপাতাল থেকে শিশু চুরি করে পালাতে গিয়ে কর্তব্যরত নার্সদের হাতে ধরা পড়লেন দুই মহিলা। রাতের দিকে ঘটনাটি ঘটেছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে এই ঘটনায় এদিন হাসপাতাল চত্ত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্যও ছড়ায় । অবশেষে ধৃত দুই মহিলাকে আটক করে বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে এদিন রাতে দুই মহিলা মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে। সেখানে ঢুকে একটি সদ্যজাত শিশুকে চুরি করা পালানোর চেষ্টাও করে ওই দুই মহিলা। বিষয়টি নজরে আসতেই দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন ওয়ার্ডের নার্সরা। তারা কোথা থেকে আসলেন, কোথায় থাকেন তারা এই জিজ্ঞাসা শুরু করেন। এতজন নার্স একবারে জিজ্ঞাসা শুরু করলে ঘাবড়ে যায় ওই মহিলারা। তারা বাচ্চা ফেলে দিয়ে পালিয়ে যেতে চাইলে কর্তব্যরতো নার্সরা ধরে ফেলেন, এমনকি পুলিশেও খবর দেওয়া হয়। সাথে সাথে মহিলা পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় তাদের। জানা গেছে ওই দুই মহিলার বাড়ি মালদায়, পুলিশ এদিন এও জানতে চেষ্টা করে তারা এর আগেও এই ধরনের কাজ করছে বা করতো কি না। এদিকে এই ঘটনাযায় এদিন ব্যাপক আতঙ্কও ছড়ায় মানুষের মনে, অন্য প্রসূতিরা জানান তারা এই ধরনের ঘটনায় এক চরম নিরাপত্তার অভাব বোধ করছেন বলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *