‘বিজেপি আমাদের সঙ্গে খেলে পারবে না, সব এজেন্সিকে দালাল বানিয়েছো’, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ‘বিজেপি আমাদের সঙ্গে খেলে পারবে না, সব এজেন্সিকে দালাল বানিয়ে রেখেছে ‘, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঠিক এভাবেই কেন্দ্রের শাসকদলকে চরম আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে আরও জানান গত ১০ বছর ধরে বিজেপি একই ধরনের চেষ্টা করে যাচ্ছে। একের পর এক চক্রান্ত করে যাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্রমাগত নির্বাচনে জয়লাভ করে যাচ্ছে। দেশের অবস্থা মহাসংকট জনক হয়ে গেছে। মানুষ এখনো সম্পূর্ণভাবে সবকিছু বুঝতে পারেনি। এদিকে বিজেপি বাংলা দখল করতে ভিন্নভাবে পরিকল্পনা করে বাংলার মানুষকে দিশাহীন করে তুলতে চাইছে। কিন্তু বাংলার মানুষকে অত সহজে বোকা বানানো যাবে না। আগামী ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার বিপুলভাবে জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসবে। এটা আপনারা মিলিয়ে নেবেন। মুখ্যমন্ত্রী এদিন আরও জানান প্রতিটি রাজ্যে একইভাবে চক্রান্ত করে চলেছে বিজেপি, অথচ মানুষ এটা বুঝতে পারছে না। আমাদের এটা মানুষকে বুঝিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *