বিজেপি বাংলায় কুমিরের কান্না আর ত্রিপুরায় চরম বর্বরতা চালাচ্ছে , এমনি অভিযোগ ফিরহাদ হাকিমের
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম নিমতলায় শ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে কবি গুরুকে শ্রদ্ধা জানালেন রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে। এদিন তিনি আরও বলেন আমরা রবীন্দ্রনাথকে দেখিনি তবে তাঁর স্মৃতিসৌধতে প্রণাম করে প্রয়াস জানালাম তাঁকে স্পর্শ করার। রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন থাকবেন আমাদের মধ্যেই। তিনি জানান যতদিন পৃথিবী থাকবে ভারতবর্ষ থাকবে রবীন্দ্রনাথও সকলের মধ্যে থাকবেন ঠিক ততদিনই।
এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন ,সামনে এসেছে ত্রিপুরায় তৃণমূল কর্মীদের ওপরে আক্রমণের ঘটনা। তার তীব্র নিন্দা করেছেন ফিরহাদ হাকিম। তিনি এও বলেন, বাংলায় কুমিরের কান্না আর ত্রিপুরায় বর্বরতা চলছে এই বিজেপি নামক দল। গণতন্ত্র নিয়ে যে পার্টি বাংলায় কান্না করছিল। তা ছিল সম্পূর্ণ ভুয়ো।আজ তাই প্রমান হল। ত্রিপুরায় আদৌ কী গণতন্ত্র রয়েছে? এমনি প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম।তিনি সেই সঙ্গে এও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় এসেছিলেন ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে।ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বিজেপিকে সরিয়ে দিয়েই। এমনকি তিনি হুশিয়ারিও দেন ওরা যত মারবে আমরা ততই শক্তিশালী হব।