বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার ও অপমান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তীব্র প্রতিবাদ জানালো দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার ও অপমান এবং বাংলার সংস্কৃতি ও কৃষ্টির বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সমতল পক্ষ থেকে । এদিন এই এই মিছিলে নেতৃত্ব দিলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ । প্রাক্তন জেলা সভাপতি এদিন জানান বাংলা আলোকিত হয়েছে এইসব মহান মনীষীদের জন্য। আমরা গর্বিত আমরা বাঙালি, বাংলা ভারতবর্ষকে যে যে মানুষদের উপহার দিয়েছে, বা বলা যেতে পারে যেসব ঋষি মনিষীদের উপহার দিয়েছে সারা বিশ্বে এমনটা খুঁজে পাওয়া যাবে না। বিজেপি চাইছে বাংলা সংস্কৃতিকে মুছে দিতে, কিন্তু সেটা তো হবে না , কারণ এইসব মহান মানুষদের আশীর্বাদ আমাদের মাথার উপর আছে।। তারা দেশের অলংকার রাজ্যের অলংকার। স্বামী বিবেকানন্দের বাণী সারা বিশ্ব মাথা নিচু করে শুনেছে। আর সেটাকে বিজেপি মুছে দিতে চাইছে, এটা কোনদিন হবে না।

প্রাক্তন জেলা সভাপতি এদিন আরো জানান তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এর তীব্র প্রতিবাদ করব। আর এটাই দরকার , আমাদের কাছ থেকে। কারন আমরা বাঙালি, বাংলা ভাষাকে বাংলার সংস্কৃতিকে অপমান করবে এটা কখনো হতে দেওয়া যাবে না। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের অনেক সদস্য এবং এবং যুব ছাত্রছাত্রীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *