বিরাট ভোল বদল কাঁচা পুকুরের, সুদৃশ্য বাঁধানো ঘাট থেকে পুকুর ঘিরে সৌন্দর্যায়ন বাঁশদ্রণীর দিনেশ নগরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কাঁচা পুকুর। আশপাশে আগাছা ভর্তি। তবে, পুকুরটি ব্যবহারযোগ্য ছিল। পাড়ার লোকেরা স্নান সারতেন। তবে, ওই টুকুই। সেভাবে যে পুকুরটি খুব পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল এমনটাও নয়। বাঁশদ্রোণী এলাকার সেই পুকুর সংস্কার হয়েছে। সাফ হওয়ার পর এখন টনটলে জল। তৈরি হয়েছে শান বাঁধানো ঘাট। দিনেশ নগরের সেই পুকুর ঘিরে তৈরি হয়েছে এলাকার নতুন ‘আড্ডা জোন’।

বাঁশদ্রোণী এলাকার দিনেশ নগর অঞ্চল মধ্যবিত্ত, নিন্মবিত্ত এলাকা। পাড়ার অনেকেই প্রায় দেড় একর জায়গাজুড়ে থাকা এই পুকুরে স্নান করেন। নানা কাজে পুকুরের ব্যবহার হয়। পুজোয় ঠাকুর ভাসান দেওয়া থেকে ছোটপুজো-সবটাই এই পুকুরে হয়ে থাকে। কিন্তু, সেই পুকুর এতদিন কাঁচা ছিল। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের ফান্ডে প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা খরচে পুকুরের সংস্কার হয়েছে। পাড় বাঁধাই করা হয়েছে। একাধিক দিকে তৈরি হয়েছে মার্বেল বাঁধানো প্রশস্ত সিঁড়ি। যেখানে সহজেই প্রতিমা নিরঞ্জন করা যাবে। ছটপুজোর জন্যও অস্থায়ী ঘাট বানানোর প্রয়োজন পড়বে না। সেই সঙ্গে পুকুরের চারপাশে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। গাছ লাগিয়ে বাগানো বানানো হয়েছে। তৈরি হয়েছে বসার জায়গা। লাগানো হয়েছে সুদৃশ্য আলোকবাতি। নবকলেবরে নির্মিত সেই পুকুরের উদ্বোধন করা হয় অবশেষে । স্থানীয় বাসিন্দা রজনী বসাক বলেন, পুকুরটার চেহারাই বদলে গিয়েছে। চারপাশ বাঁধিয়ে ঝা-চকচকে হয়েছে। কেউ চাইলে পুকুর পাড়ে বসে অনায়াসেই শীতের রোদ পোহাতে পারে। এলাকায় আড্ডা মারা, বিশ্রাম করার জন্য আলাদা একটা ভালো জায়গা হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *