বিরিয়ানিতে মিলেছে পোকা , হৈচৈ শুরু হতেই শিলিগুড়ির সমস্ত বিরিয়ানির দোকানে অভিযান চালালো শিলিগুড়ি পুরসভা
শিলিগুড়ি : বিরিয়ানিতে পাওয়া গেছে পোকা। আর এটা নিয়ে গোটা এলাকা জুড়ে শুরু হয় ব্যাপক হৈচৈও । অবশেষে এই এই ঘটনা কে ঘিরে শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা জুড়ে মানুষের ক্ষোভও বাড়ে । কিভাবে এতো খারাপ খাবার পরিবেশন করা হল সেটা নিয়েও মানুষের মনে চিন্তা ছড়িয়ে পড়ে। এদিকে এদিন শিলিগুড়ি এবং তার আশেপাশের সমস্ত জায়গার খাবারের দোকানগুলিতে ব্যাপক তল্লাশি শুরু করে শিলিগুড়ি পৌরসভা। এমনকি এদিন পরীক্ষা করে দেখা হয় খাবারের গুণমানও। আবার দোকান মালিকদের সাথে কথা বলেন কর্পোরেশনের ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি দোকানে মালিককেও দোকান সম্পর্কে সচেতন করে দেন পুরসভার আধিকারিকরা। শিলিগুড়ি শহরেও ব্যাপ হইচই পড়ে গেছে বিরিয়ানি তে পোকা পাওয়ার ঘটনাকে ঘিরে। এমনকি একটা আতঙ্কও ছড়িয়ে পড়ে বিরিয়ানি প্রেমী মানুষের মনেও। তাই বেশ কয়েকটি দোকান অবশেষে বন্ধ করে দেওয়া হয় কিছুদিনের জন্য।
