বিলম্বিত চলছে টয়ট্রেন , চরম ক্ষুব্ধ নতুন বছরের শুরুতে পাহাড়ে আগত পর্যটকেরা
নিজস্ব সংবাদদাতা : গত কয়েক দিনের পর , আবার দেরি করে ছাড়ছে ট্রয় ট্রেন, শুধু তাই নয় মাঝে থেমেও যাচ্ছে এমনকি ট্রয় ট্রেন। নতুন বছরের শুরুতে এই ঘটনা চরম হতবাক করে দিয়েছে পর্যটকদেরও , যথেষ্ট ক্ষুব্ধ এবং বিরক্ত তারা, কি কারনে এই ঘটনা ঘটছে, সেটা জানালেন ট্রয় ট্রেন আধাকারিকরা, তারা জানান কুয়াশা থাকায় সমস্যা বেড়েছে অনেকটাই। বারবার দুর্ঘটনা যাতে না ঘটে, এবং যন্ত্রপাতি যাতে বিকল না হয়ে যায় , সেই কারণে থেমে থেমে চলছে টয় ট্রেন। সবচেয়ে বড় কথা টয় ট্রেন চালকেরাও কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না যাতে আচমকা যদি কোন দুর্ঘটনা ঘটে যায়, তবে এতে একেবারেই খুশি নয় যাত্রীরা। তারা জানিয়েছেন যার জন্য এখানে তাদের আশা , সেটাই যদি ঠিকমত পরিষেবা না দেয় তবে কি জন্য তাদের এখানে আসা? পর্যটকেরা আরোও বলেন টাইটান কর্তৃপক্ষের উচিত ছিল আগেভাগেই এইসব সমস্যার সমাধান করে নেওয়া। তবে এই পরিস্থিতি আসতো না।